Thursday, December 26, 2013

শিব খেরা


তুমিও জিতবে


লেখক পরিচিতি :


নাম : শিব খেরা
বাসস্থান : ভারত
জাতীয়তা : ভারতীয়
পেশা : Founder of Qualified Learning System Inc. USA. (Author, professional speaker.)




website : www.shivkhera.com


শিব খেরা Founder of Qualified Learning System Inc. USA এর প্রতিষ্ঠাতা। তিনি একজন শিক্ষা সংষ্কারক, ব্যবসা-বাণিজ্যের পেশাদার উপদেষ্ঠা, অত্যন্ত চাহিদা সম্পন্ন বক্তা এবং সফল নিয়োগকর্তা। শিব খেরার তাই অনেক পরিচয়।

তিনি বিভিন্ন ব্যাক্তিকে তাদের প্রকৃত সুপ্ত বাসনা সম্ভাবনা সম্পর্কে অবহিত এবং উদ্বুদ্ধ করতে সাহায্য করেছেন। তিনি তার প্রগতিশীল বার্তা ছড়িয়েছেন পৃথিবীর নানা প্রান্তে - ইউ.এস. থেকে , ভারত থেকে, সিঙ্গাপুর থেকে........।

তার সাধারণ ঞ্জান এবং গভীর বিশ্বাস অগণিত মানুষকে তাদের দৃষ্টিভঙ্গিকে পুনর্মূল্যায়ন করতে অনুপ্রাণিত করেছেন। তার ২০ বছরের দীর্ঘ গবেষণা, মেধা এবং অভিঞ্জতা বিভিন্ন মানুষকে তাদের ব্যাক্তিগত বিকাশ ও পরিপূর্ণতায় সাহায্য করেছে।


তুমিও জিতবে


                         বিসমিল্লাহির রহমানির রাহীম
         
                 মহান আল্লাহর নামে আমি আমার প্রথম ব্লগিং শুরু করছি ।

অনেক দিন ধরে চিন্তা করছিলাম ব্লগিং করব কিন্তু কোন বিষয় নিয়ে লিখব বুঝতে পারছিলাম না। অবশেষে একটি নতুন বিষয় মাথায় আসল। সেটা হলো কাউকে ভাল কিছু শেখানো। কারন এখন বিভিন্ন বিষয় নিয়ে ব্লগিং হলেও এই বিষয়টি এখনো অনেক কমই প্রচলিত।আমি আমার প্রথম ব্লগিং এ যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে অনুপ্রেরনা। প্রত্যেক মানুষই জীবনে উন্নতি করতে চায়। জীবনে উন্নতি করতে হলে অনেক কিছুই করত হয়, অনেক পথ অতিক্রম করতে হয়। এই দীর্ঘ পথ অতিক্রম করতে গিয়ে আমরা অনেক সময় ক্লান্ত,পথভ্রষ্ট হয়ে পড়ি। ঠিক তখনই অনুপ্রেরনা তার সঠিক মহীমায় আসীন হয়। একটু খানি অনুপ্রেরনা পারে আমাদের ক্লান্ত অবসন্ন দেহে শক্তি সঞ্চার করতে, পারে পথভ্রষ্ট পথের সঠিক দিশা দেখাতে।

আমি আজকে যে বইটি সম্পর্কে আলোচনা করব সে বইটির নাম হলো “ তুমিও জিতবে। ‍“
লেখক : শিব খেরা

বইটি সম্পর্কে হয়তো অনেকেই জানেন, আবার অনেকেই জানেন না। বইটি আমাকে আমার এক বড় ভাই দিয়েছিলেন পড়ার জন্য। তখন আমি প্রথম বইটি পড়ি। কিন্তু প্রথমবার বইটি পড়ে তেমন কিছু বুঝতে পেড়েছিলাম না তবে এটুকু বুঝেছিলাম যে এতে অনেক গুরুত্বপূর্ণ কিছু আছে তাই। আমি আবার বইটি আবার বইটি পড়া শুরু করলাম। এবারই প্রথম বইটির আসল মজা বুঝতে পারলাম। তাই আপনাদের সাথে বইটি শেয়ার করার মনবাসনায় আমার ব্লগিং শুরু করলাম।

আজ এই পর্যন্তই। আগামিকাল থেকে বই থেকে লেখা শুরু করব।