Thursday, December 26, 2013

শিব খেরা


তুমিও জিতবে


লেখক পরিচিতি :


নাম : শিব খেরা
বাসস্থান : ভারত
জাতীয়তা : ভারতীয়
পেশা : Founder of Qualified Learning System Inc. USA. (Author, professional speaker.)




website : www.shivkhera.com


শিব খেরা Founder of Qualified Learning System Inc. USA এর প্রতিষ্ঠাতা। তিনি একজন শিক্ষা সংষ্কারক, ব্যবসা-বাণিজ্যের পেশাদার উপদেষ্ঠা, অত্যন্ত চাহিদা সম্পন্ন বক্তা এবং সফল নিয়োগকর্তা। শিব খেরার তাই অনেক পরিচয়।

তিনি বিভিন্ন ব্যাক্তিকে তাদের প্রকৃত সুপ্ত বাসনা সম্ভাবনা সম্পর্কে অবহিত এবং উদ্বুদ্ধ করতে সাহায্য করেছেন। তিনি তার প্রগতিশীল বার্তা ছড়িয়েছেন পৃথিবীর নানা প্রান্তে - ইউ.এস. থেকে , ভারত থেকে, সিঙ্গাপুর থেকে........।

তার সাধারণ ঞ্জান এবং গভীর বিশ্বাস অগণিত মানুষকে তাদের দৃষ্টিভঙ্গিকে পুনর্মূল্যায়ন করতে অনুপ্রাণিত করেছেন। তার ২০ বছরের দীর্ঘ গবেষণা, মেধা এবং অভিঞ্জতা বিভিন্ন মানুষকে তাদের ব্যাক্তিগত বিকাশ ও পরিপূর্ণতায় সাহায্য করেছে।